
ইমার্জিং এশিয়া কাপ সামনে রেখে ২২ ক্রিকেটারকে হাই পারফর্মেন্স ইউনিটের ক্যাম্প শুরু করেছিলো বিসিবি। সেখান থেকে বাছাই করা ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং কাপে যাচ্ছে বাংলাদেশ। আজ সোমবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
বেশ কয়েক বার ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো বার। তাই আসন্ন টুর্নামেন্ট নিয়ে এবার শক্তিশালী দল সাজিয়েছে টাইগার টিম ম্যানেজম্যান্টে।
বাংলাদেশের নেতৃত্বে দেখা যাবে সাইফ হাসানকে। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন জাকির হাসান। এছাড়া দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার, শেখ মাহেদির মতাে ক্রিকেটাররা।
বিসিবি একটি সূত্র জানিয়েছে, আগামী ১৪ জুলাই শুরু হবে ১০ দিনের লড়াই। যদিও টুর্নামেন্টের সূচি এখনও ঘোষণা করা হয়নি।টুর্নামেন্টকে সামনে রেখে নতুন কোচে ডেভিড হেম্পের অধীনে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। ঢাকা-রাজশাহীর পর বগুড়ায়ও প্রস্তুতি ক্যাম্প চলছে এইচপির দলটির। ঈদের ছুটি শেষে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল: মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, রকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ মুসফিক হাসান, আকবর আলী, মো. শেখ নাঈম।
রিজার্ভ: অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ
