
উয়েফা নেশন্স লিগের জমজমাট ফাইনাল শেষে শিরোপা ঘরে তুললো স্পেন। গোল শুন্য ফাইনাল অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি। টাইব্রেকার ভাগ্যে ৫-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো রদ্রি-গাভিদের স্পেন।
আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটিতে দুই দলই লড়াই করে সমানে সমান। গাভিদের স্পেন পায়নি ক্রোয়েশিয়ার জালের দেখা। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াও স্পেনের জালে বল পাঠাতে পারেনি। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য দুই দল মরিয়া হয়ে উঠলে প্রথমার্ধে কোনো ফলাফল আসেনি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দু’দল।
বিরতির পরও একই ভাগ্য। কেউ কারো জালে বল পাঠাতে পারছিলো না। একাধিক হলুদ কার্ড দেখছিলেন ফুটবলাররা। দুই দল ২৮টি ফাউল করে তিনটি হলুদ কার্ডও খেয়েছে। সমানে সমান লড়াইয়ে নির্ধারিত সময়েও শিরোপার লড়াই থেকে যায় অমিমাংসিত।
নির্ধারিত ৯০ মিনিট সময় শেষে রেফারি ৫ মিনিট দেন অতিরিক্ত সময়ে। তাতে গোল আসেনি। খেলা গড়ায় তাই অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানেই ফলাফল নেই। ভাগ্যের খেলা টাইব্রেকারে যায় ম্যাচ। যেখানে উনাই সিমোন অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দলকে করেন চ্যাম্পিয়ন। টাইব্রেকার শটে ৫-৪ গোলে গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।
