Google search engine

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জেন্সি এশিয়া কাপের চতুর্থ আসর। আসন্ন এই টুনামেন্টের জন্য সূচি প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, প্রথম দিনেই বাংলাদেশ ‘এ’ দলের খেলা রয়েছে। আগামী ১৪ জুলাই শুরু হবে গ্রুপ পর্বের খেলা। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ ছাড়া ২১ জুলাই সেমিফাইনাল এবং ২৩ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।

এদিকে এই আসরকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে আছেন, ফর্মহীনতায় জাতীয় দল থেকে বাদপড়া ওপেনার সৌম্য সরকার।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে সাইফ হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করে বিসিবি। এই দলে সৌম্য ছাড়াও রয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পাওয়া ওপেনার নাঈম শেখ।

এবারের ইমার্জিং এশিয়া কাপে চারটি করে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে এবং সেখান থেকে জয়ী দুই দল ফাইনালে খেলবে।গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। এ ছাড়া গ্রুপ ‘বি’-তে আছে ভারত, পাকিস্তান নেপাল ও সংযুক্ত আরব আমিরাত ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল : সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক) পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, নাঈম শেখ।

রিজার্ভ : অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here