
বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাস গড়লো ওমান
ক্রিকেটে শক্তির বিচারে ওমানের চেয়ে অনেকটাই এগিয়ে আয়ারল্যান্ড । ইউরোপের দেশটি আইসিসির টেস্ট মর্যাদাও পেয়েছে । কিন্তু বিশ্বকাপ বাছাই ম্যাচে আইরিশরা হেরে গেছে ওমানের কাছে । এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে কোন টেস্ট খেলুড়ে দেশকে হারালো ওমান ।
সোমবার (১৯ জুন) জিম্বাবুয়ের বুলাউতে অনুষ্ঠিত ম্যাচে ওমান পাঁচ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে । প্রথমে ব্যাট করা আয়ারল্যান্ড নির্ধারিত ৫০ তোলে সাত উইকেটে ২৮১ রানের বড় স্কোর । জবাবে ১১ বল আর পাঁচ উইকেট হাতে রেখেই ঐতিহাসিক জয় পেয়ে যায় ওমান ।
ওমানের ওপেনার কাশ্যপ প্রজাপতি করেন সর্বোচ্চ ৭২ রান । ৭৪ বলের মোকাবেলায় তিনি মেরেছেন ছয়টি চার আর একটি ছক্কা । এছাড়া হাফসেঞ্চুরি করেছেন আকিব ইলিয়াস (৫২) আর জিসান মাসুদ (৫৯) ।
জশুয়া লিটল আর মার্ক এডায়ার দুইটি করে উইকেট নিয়েছে ।
ম্যাচের শুরুতে ছয়ে নামা জর্জ ডর্করেল খেলেন ৯১ রানের অনবদ্য ইনিংস । তাঁর হার না মানা ৮৯ বলের ইনিংসে ছিল সাতটি চারের সাথে দুইটি ছক্কা ।
ম্যাচের সেরা জিসান মাসুদ ।
