Google search engine

বিশ্বকাপের পর টানা চার জয় তুলে নিলো আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের জয়রথ চলছেই। ফিফা প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার ইন্দোনেশিয়াকেও হারালো মেসি বিহীন আর্জেন্টাইনরা।

জাকার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পারদেসের গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে দেন রোমেরো। স্বাগতিক ইন্দোনেশিয়া যে ভাবে লড়াই জমিয়ে তুলার আশা করছিলো, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেরকম কোনো সুযোগই পায়নি দলটি।

আধিপত্য ধরে রেখেই এশিয়া সফরের দু’টি ম্যাচেই জয় তুলে নিলো লিওনেল স্কালোনির দল। এবারের ফিফা উইন্ডোতে দুই ম্যাচ খেলে আর্জেন্টি দু’টি ম্যাচই জিতলো। এর আগের উইন্ডোতেও দুই ম্যাচ খেলে দু’টিতেই জিতে ছিলো মেসি-ডি মারিয়ারা।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৩৮তম মিনিটে লিয়ান্দো পারেদেসের দারুণ এক গোলে লিড নেয় অতিথিরা। পিছিয়ে পড়া ইন্দোনেশিয়া প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কালোনির দল।

দ্বিতীয়ার্ধেও অতিথিদের সঙ্গে লড়াই জমাতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৫৫তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান ২-০ করে ফেলেন। দুই অর্ধে দু’টি গোল হজম করা ইন্দোনেশিয়া আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি। শেষ পর্যন্ত তাই জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।

স্কালোনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরই লিওনেল মেসিকে ছুটি দেন। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে বিশ্রাম দেওয়ায় ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেননি তিনি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here