Google search engine

আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে শতক হাঁকিয়ে এবার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির র‍্যাংকিংয়ে সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন টাইগার এই বাঁ-হাতি ব্যাটার।

 

টেস্ট ব্যাটারদের মধ্যে ক্যারিয়ারসেরা ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে ৭৯ নম্বরে থেকে উঠে এসেছেন ৫৪ নম্বরে। এছাড়াও উন্নতি হয়েছে সাবেক টাইগার অধিনায়ক মুমিনুল হকেরও। দ্বিতীয় ইনিংসে তিনিও সেঞ্চুরি তুলে ৫০৪ রেটিং পয়েন্ট নিয়ে ৬০ নম্বর থেকে ৫৩ নম্বরে ওঠেএসেছেন মুমিনুল।

 

এদিকে প্রায় ছয় মাস ধরে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুশেন তাঁর স্থান হারিয়েছেন।

 

তাঁকে তিন নম্বরে ঠেলে দিয়ে শীর্ষে উঠেছেন জো রুট। দুর্দান্ত ছন্দে থাকা এই ইংলিশ ব্যাটসম্যান পাঁচ ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here