Google search engine

জয়ে নারী ইমার্জিং টিম এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা ছোঁয়া হল না বাংলাদেশের। ভারতের করা ১২৭ রান টপকাতে নেমে বাংলাদেশ নারী দল ৯৬ রানের বেশি করতে পারেনি। আজও একা হাতে লড়াই করলেন নাহিদা আক্তার।
হংবল হাতে ৪ ওভারে ৩৬ রান খরচ করেও উইকেটের দেখা পাননি পেসার মারুফা আক্তার। তবে আজও উজ্জ্বল নাহিদা আক্তরা ও রাবেয়া খাতুন। মাত্র ১৩ রান খরচায় নাহিদা শিকার করেন ৩ উইকেট। রাবেয়ার ঝুলিতে নেন ২ উইকেট।

 

১২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ নারী দল। কেবল ৩ ব্যাটার পৌঁছাতে পারে দুই অংকের ঘরে। ওপেনিংয়ে নামা সাথী রাণীর ব্যাট থেকে ১৩, তিনে নামা সুবহানা মোস্তারির ১৬ ও নাহিদা আক্তারের ১৭ রানের ব্যক্তিগত ইনিংস ছাড়া বাকি সবাই শুরুতেই হারিয়েছেন উইকেট।

শেষপর্যন্ত ১৯.২ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন।কংয়ের মিশন রোড ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারতীয় নারী দল। শুরু থেকেই দাপট দেখায় ভারতের ব্যাটাররা। ১৩ রানে থাকা অধিনায়ক স্বেতা সেরওয়াতকে বোল্ড করে নাহিদা ভাঙেন ওপেনিং জুটি। তিনে নামা দীনেশ ভ্রিন্দের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান।

 

কনিকা আহুজা শেষদিকে ৩০ রানে থাকেন অপরাজিত। এছাড়া ২২ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ছেত্রি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানের সংগ্রহ পায় ভারত।বল হাতে ৪ ওভারে ৩৬ রান খরচ করেও উইকেটের দেখা পাননি পেসার মারুফা আক্তার। তবে আজও উজ্জ্বল নাহিদা আক্তরা ও রাবেয়া খাতুন। মাত্র ১৩ রান খরচায় নাহিদা শিকার করেন ৩ উইকেট। রাবেয়ার ঝুলিতে নেন ২ উইকেট।

১২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ নারী দল। কেবল ৩ ব্যাটার পৌঁছাতে পারে দুই অংকের ঘরে। ওপেনিংয়ে নামা সাথী রাণীর ব্যাট থেকে ১৩, তিনে নামা সুবহানা মোস্তারির ১৬ ও নাহিদা আক্তারের ১৭ রানের ব্যক্তিগত ইনিংস ছাড়া বাকি সবাই শুরুতেই হারিয়েছেন উইকেট।

শেষপর্যন্ত ১৯.২ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here