Google search engine

নানা জল্পনা-কল্পনার পর ফরাসি ক্লাব পিএসজি ছেড়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন সাতবারের ব্যালন ডি’ অর জয়ী তারকা। জানা যায় যে আগামী ৫ জুলাই যুক্তরাষ্ট্রের লিগের দলবদলের দরজা খুললে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে দুপক্ষের মধ্যে।

মেসির নতুন যোগ দেওয়া ইন্টার মায়ামিতে চুক্তির সঙ্গে লিওনেল মেসির অভিষেকের দিনক্ষণও চূড়ান্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আগামী ২১ জুলাই অভিষেক হবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির।

লিগ কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সি গায়ে চড়াবেন ফুটবলের মহাতারকা। এমনকি মেসির অভিষেক ম্যাচের টিকিটও শেষ হয়ে গেছে। এই ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩১৯ ডলার থেকে ছয় হাজার ডলার পর্যন্ত। ইন্টার মায়ামির সর্বোচ্চ শেয়ারের মালিক জর্জ মাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ফুটবল বিশ্বের সেরা তারকার এমএলএস লিগে যোগ দেওয়ায় যুক্তরাষ্ট্রের ফুটবল এগিয়ে যাবে। লিও মার্কিন ফুটবলের ইতিহাসের সেরা চুক্তি হবে। তাছাড়া এমএলএসের সবচেয়ে বড় শুভেচ্ছাদূত হবেন মহাতারকা। তার আগমনে সারা বিশ্বের ফুটবল বোদ্ধারা এই লিগের প্রতি আকৃষ্ট হবে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here