Google search engine

ভারতীয় ফুটবলের বড় তারকা সুনীল ছেত্রী। সর্বভারতীয় ফুটবলের অধিনায়কও তিনি। সুনীল ছেত্রী মাঠে নামা মানেই গোল করা। ‘রেকর্ড’ করা যেনো নিয়মিতই হয়ে উঠছে। দুর্দান্ত সময় কাটাচ্ছেন ভারতের অধিনায়ক।

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই সাফ শুরু করেছে সুনীল ছেত্রীর দল। পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে আরো একটি ‘রেকর্ড’ করলেন ভারতীয় অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবল এখন তিনি সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এলেন চতুর্থ স্থানে।

ভারতের অধিনায়ক সুনীলের সামনে এখন মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ১০৩ গোল করে আছেন তৃতীয় স্থানে। ৯০ গোল করে ভারতীয় অধিনায়ক সুনীল উঠেছেন চতুর্থ স্থানে।

পাকিস্তানের বিপক্ষে বুধবার সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন ভারতের অধিনায়ক। চার গোলের ম্যাচের অন্য গোলটি পাকিস্তান করেছে আত্মঘাতী। চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের কাছে এক হালি গোল হজম করে একটি গোলও শোধ দিতে পারেনি পাকিস্তান।

এবারের সাফে পাকিস্তানের খেলা নিয়ে শঙ্কা ছিলো। ভিসা জঠীলতায় দেশটির ব্যাঙ্গালুরুতে আসা নিয়ে ‘জঠীলতা’ তৈরি হয়। শেষ পর্যন্ত বেলারুশ হয়ে বুধবার সকালে ব্যাঙ্গালুতে পৌঁছে পাকিস্তান বিকেলেই ম্যাচ খেলতে নামে স্বাগতিক ভারতের বিপক্ষে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here