Google search engine

ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী অধিনায়ক নিজেদের করে নিলো বার্সেলোনা। সিটির সাথে লড়াইয়ে শেষ পর্যন্ত জিতলো স্প্যানিশ ক্লাবটি। ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী অধিনায়ক ইকাই গুনদোয়ানকে নিয়ে বেশ কয়েকদিন থেকে রীতিমতো টানা হেঁচড়া চলছিলো বার্সার সাথে।

 

সিটি ট্রেবলজয়ী অধিনায়ককে ছাড়তে চায় না, বার্সাও নাছোড় বান্দা। শেষ পর্যন্ত বছরে ৯ মিলিয়নের বেশি বেতনে গুনদোয়ানকে দলে ভেড়ালো বার্সেলোনা। বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে বাংলাদেশী মুদ্রায় প্রায় কোটি টাকার উপরে যাবে বার্সার কোষাগার থেকে।

 

ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বার্সেলোনা জার্মান মিডফিল্ডারের সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করেছে। প্রতি বছর পারিশ্রমিক হিসেবে ট্রেবলজয়ী অধিনায়ক পাবেন ৯ মিলিয়ন ইউরো। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাতো থাকছেই।

 

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দে পুর্তিভো জানিয়েছে, বার্সার সঙ্গে ইকাই গুনদোয়ানের চুক্তিতে ৫০০ মিলিয়নের একটি রিলিজ ক্লজ রাখা হয়েছে। দুই পক্ষের চুক্তি স্বাক্ষর অনুষ্টানে উপস্থিত ছিলেন মাতু আলামানি।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা অধিনায়ককে ছাড়তে চাইছিলেন না। সিটি এবং বার্সা বেশ লড়াই করেছে তাকে নিয়ে। শেষ পর্যন্ত সিটির চেষ্টা ব্যর্থ করা বার্সেলোনা নিজেদের ঘরেই নিলো গুনদোয়ানকে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here