
ফরাসি এক স্ট্রাইারকে ৬ কোটি পাউন্ডে দলে নিয়েছে চেলসি। ইংলিশ জায়ান্টরা ফ্রান্সের এনকুনকুকে দলে নিতে খরচ করেছে এই বিপুল অর্থ। অবশ্য তাতে লম্বা সময়ের জন্যই এই তারকার সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি।
আরবি লাইপজিগ থেকে চেলসিতে আসা এনকুনকুকে খেলবেন ছয় বছর। ৬ বছরের জন্যই চুক্তি করেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো ভরাডুবি হয়েছে নতুন মালিকের অধীনে যাওয়া ইংলিশ ক্লাবটির। ১২তম হয়ে মৌসুম শেষ করেছে।
এরপরই মালিক পক্ষ নড়েচড়ে বসেছে। নতুন করে ক্লাব সাজাতে চাইছে। ভালো মানের খেলোয়াড়ের দিকে হাত বাড়িয়েছে দরটি। কোচ হিসেবে চেলসি নিয়োগ দিয়েছে মরিসিও পচেত্তিনোকে। এরপর ফরাসি তারকা এনকুনকুকে দলে নিলো ক্লাবটি।
ফ্রান্সের এই স্ট্রাইকার জার্মান ক্লাব লাইপজিগের হয়ে সবশেষ মৌসুমে ২৩টি গোল করেছেন ৩৬টি ম্যাচে। অ্যাসিস্ট করেছেন ৯টি গোল। ক্লাবটির হয়ে ১৭২ ম্যাচ খেলছেন তিনি। তাতে গোলের সংখ্যা ৭০টি। অ্যাসিস্টের সংখ্যা ৫৬টি।
