Google search engine

ফুটবলে দারুণ সময় পার করছে জাতীয় দল আর্জেন্টিনা। জাতীয় দলের পাশাপাশি দলটি দুর্দান্ত সময় পার করছে ফুটসাল ফুটবলেও। পেরু এবং উরুগুয়ের বিপক্ষে টানা দুই জয়ের পর ইকুয়েডরের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পূরণ করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব ১৭ দল। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে যুবারা। এই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনার যুবারা।

বুধবার (২১ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় আর্জেন্টিনার যুবারা। ম্যাচের দ্বিতীয় মিনিটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন লুকাস গ্রান্দা। ম্যাচের ১২ মিনিটে ইকুয়েডরের বালারিজু গোল করে দলকে সমতায় ফেরান।

দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন আর্জেন্টিনার গ্রান্দা। এদিন মাঠের পারফরম্যান্সে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন যুব দলের অধিনায়ক গ্রান্দা। নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে ৩-১ গোলেও এগিয়ে নেন গ্রান্দা। এদিকে, দিনের অপর ম্যাচে ভেনেজুয়েলা ও প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here