
পিএসজি ছাড়তে চান এমবাপ্পে। অনেক ক্লাবই ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী এই তারকাকে দলে নিতে আগ্রহী। তবে ফরাসি স্ট্রাইকার নিজে কি ভাবছেন? সেটি অবশ্য জানার সুযোগ হয়নি। কারণ কিলিয়ান এমবাপ্পে ক্লাব বদল নিয়ে কিছুই বলছেন না।
তবে পিএসজিতে যে তিনি ভালো নেই, সেটা অনেকবারই প্রকাশ হয়েছে। তার ক্লাব সতীর্থ কাতার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ইতিমধ্যে পিএসজি ছেড়েছেন। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে গেছেন তিনি। এবার সতীর্থকেও পরামর্শ দিলেন ক্লাব বদলের।
নিজের পছন্দের দু’টি ক্লাবের নামও বলেছেন মেসি। জানিয়েছেন এমবাপ্পের উচিত ক্লাব বদল করে বার্সায় যাওয়া। যদি সেটা না হয় তবে রিয়াল মাদ্রিদে গেলেও আপত্তি নেই আর্জেন্টাইন অধিনায়কের। মেসির এমন মনোভাব প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক ডিফেন্সা সেন্ট্রাল।
গণমাধ্যমটি জানিয়েছে ক্লাব বদলের পরামর্শ দিয়ে লিওনেল মেসিকে এমবাপ্পেকে বলেন, ‘আমি চাই তুমি বার্সায় যাও। যদি রিয়াল মাদ্রিদেও যেতে চাও, তবে চলে যাও। তোমার একটা চ্যাম্পিয়ন প্রজেক্ট দরকার।’
ফরাসি জায়ান্টদের হয়ে মাঠ মাতিয়েছেন মেসি-এমবাপ্পে দু’জনেই। লিগ ওয়ানের শিরোপা জেতাতে তারা বড় অবদান রাখেন। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক লিগ ওয়ানের জার্সিতে ক্যারিয়ারকে লম্বা করেননি। পাড়ি জমিয়েছেন আমেরিকাতে। এবার সতীর্থকেও প্যারিস ছাড়ার পরামর্শ দিলেন।
