Google search engine

জার্মানির রাজধানী বার্লিনের বিশেষ অলিম্পিকে দারুণ সময় কাটছে বাংলাদেশের। পঞ্চম দিন পর্যন্ত ৭টি স্বর্ণ ও রৌপ্যপদক জিতে পদক তালিকার ভালো অবস্থানে বাংলাদেশ। সাঁতারে উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ। এই ইভেন্টে তিনটি সোনার সঙ্গে অর্জন হয়েছে একটি রৌপ্য। ব্যাডমিন্টনেও এসেছে কাঙ্খিত ১টি সোনার পদক।

সাঁতারের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক লেভেলের এমও ওয়ানের স্বর্ণপদক পান মো. ওয়াদুদ কবির তনম। একই লেভেলের এম ও ফোর গ্রুপের ২৫ মিটার ফ্রিস্টাইলে রৌপ্য জেতেন সাঁতারু মো. পায়িম মিয়া। ফ্রিস্টাইল রিলের ৪ গুন ২৫ মিটারে ছেলেদের গ্রুপের এম ও ওয়ানে স্বর্ণ জেতেন আরিফ আরমার রোহান, মো. ওয়াদুদ কবির তনম ও মো. পায়িম মিয়া এবং মো. শাহীন। মেয়েদের সাঁতারের এফ ও ওয়ান গ্রুপও পেয়েছে স্বর্ণ। এই ইভেন্টে ফ্রিস্টাইলে মোসাম্মৎ জুথি খাতুন, মোসাম্মৎ রুপালি খাতুন, মোসাম্মৎ ওয়াকিয়া ও মাহিমা আক্তার বাংলাদেশের হয়ে গৌরব অর্জন করেন।

অন্যদিকে অন্যতম ইভেন্ট ব্যাডমিন্টনেও বড় সাফল্য দেখিয়েছে দেশের প্রতিযোগীরা। ডাবল মিক্সে ম্যাকাও, গুয়েতেমালা ও পাকিস্তানকে পরিজিত করে স্বর্ণ জেতেন প্রতিযোগী কে এম ফারদিন সোম ও পান্না আক্তার। এতে গোটা দলে বইছে আনন্দের জোয়ার।

ভালো শুরু হয়েছিল মেয়েদের ফুটবলেও। সৌদি আরবকে ৯-০ গোলের বিশাল ব্যাবধানে হারায় বাংলাদেশ। আর ভলিবল দল সরাসরি দুই সেটেই পরাজিত করে সার্বিয়াকে। দুরন্ত ছিল হ্যান্ডবল দলও।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here