Google search engine

শুরু হয়েছে উয়েফা ইউরো অনূর্ধ্ব-২১ ফুটবল টুর্নামেন্ট । রোমানিয়া আর জর্জিয়ার যৌথ আয়োজনে ১৬ দেশ অংশ নিচ্ছে ইউরোপের যুব ফুটবলের সেরা আয়োজনে । চার গ্রুপের সেরা আট দল খেলবে কোয়ার্টার ফাইনালে । ৮ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের ।

বৃহস্পতিবার (২২ জুন) আসরের দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই পাওয়ার হাউজ ইতালি আর ফ্রান্স । ইউরোর যুব আসরে স্পেনের সাথে যৌথ সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতেছে ইতালি । কিন্তু ২০২৩ সালের প্রথম ম্যাচেই আজ্জুরিরা ১-২ গোলে হেরেছে ফ্রান্সের কাছে ।

খেলার ২২ মিনিটে আর্নল্ড কালিমান্দুর গোলে এগিয়ে যায় ফ্রান্স । কালিমান্দু ফরাসী লিগে ওয়ানে চতুর্থ স্থান পাওয়া রেনে’র ফরোয়ার্ড । ২০২২-২৩ মৌসুমে ক্লাবের হয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে তিনি করেছেন সাত গোল ।

৩৬ মিনিটে পিয়েত্রো পেলিগ্রির গোলে সমতা আনে ইতালি । উয়েফা নেশন্স লিগে পোল্যান্ড আর পর্তুগালের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে পেলিগ্রিকে ডেকেছিলেন ইতালির কোচ রবার্ট মানচিনি । কিন্তু ইনজুরির কারণে আন্তর্জাতিক অভিষেক হয় নি তাঁর । পেলিগ্রি খেলছেন ইতালির তুরিনো ক্লাবে

৬২ মিনিটে অলিম্পিক লিওর ফরোয়ার্ড ব্রেডলি বাকোলার গোলে জয় পায় ফ্রান্স ।

ম্যাচের শেষ মিনিটে বিতর্কের সৃষ্টি হয় রেফারির সিদ্ধান্তে । কর্নার থেকে আসা বলে হেড করেছিলেন রাউল বেলানোভা ।কিন্তু তা ফিরিয়ে দেন ফ্রান্সের ডিফেন্ডার । যদিও বল স্পষ্ট গোল লাইন অতিক্রম করেছিল । কিন্তু রেফারি গোল দেন নি । এতে ইতালির খেলোয়াড় আর অফিশিয়ালরা প্রতিবাদে ফেটে পড়ে । কিন্তু আসরে var আর গোল লাইন প্রযুক্তি না থাকায় কাজ হয় নি । ফলে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে হার মেনেই মাঠ ছাড়তে হয় ইতালিকে ।

‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ড ২-১ গোলে হারিয়েছে নরওয়েকে ।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here