Google search engine

পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার হজে যাওয়ার বিষয়টি আগে থেকেই জানা ছিল। তবে বৃহস্পতিবার (২২ জুন) মক্কার উদ্দেশে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহর স্ত্রী।

 

তার সহধর্মিণী জান্নাতুল কেফায়েত মিষ্টি নিজের ফেসবুকে এক পোস্টে মাহমুদুউল্লাহর হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে মাহমুদুউল্লাহর জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পবিত্র হজ পালন শেষে আগামী ৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে হজ পালনের কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন মাহমুদুউল্লাহ। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের বিবেচনায় নেই তিনি। তবে বেশ কয়েকমাস ধরেই রিয়াদের জাতীয় দলে না খেলা নিয়ে চলছে আলোচনা।

কেননা বাংলাদেশ দলের ৭ নম্বর পজিশনের জন্য এই মুহূর্তে মাহমুদুউল্লাহ ছাড়াও আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যে কারণে শেষ পর্যন্ত এই পজিশনে কে খেলবেন সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আর আসন্ন এশিয়া কাপের দল থেকেই চূড়ান্ত হবে বিশ্বকাপের স্কোয়াড।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here