
পাকিস্তানের ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করা হয়েছে শুক্রবার। মোহাম্মদ হারিসকে অধিনায়ক করে আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৪ জুলাই পর্দা উঠবে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসরের।
শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপে অংশ নেয়ার আগে লাহারে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে পাকিস্তান দল। উদ্বোধনী দিনে নেপালের বিপক্ষে খেলতে নামবে তারা। ১৪ জুলাই প্রথম ম্যাচের পর দ্বিতীয়টিতে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দল, ১৬ জুলাই।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলবে পাকিস্তান। এদিকে ঘোষিত দলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে। ৫টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলা হারিস ছাড়াও আছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
পাকিস্তান দল:
মোহাম্মদ হারিস (অধিনায়ক), উমাইর বিন ইউসুফ, আমাদ বাট, আরশাদ ইকবাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মুবাশির খান, মোহাম্মদওয়াসিম জুনিয়র, কাশিম আকরাম, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, শাহনেওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম এবং তৈয়ব তাহির।
