
ফরাসি তারকা কিলিয়ান এমবাপে আগেই পিএসজিকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি চুক্তি নবায়ন করবেন না। ২০২৪ সালে চুক্তি শেষেই ক্লাব ছাড়বেন তিনি। তাতে বেকে বসে ক্লাব। জানিয়ে দেয় চুক্তি শেষে ফ্রি ট্রান্সফারে যেতে পারবেন না। গেলে এখনই যেতে হবে। তাতে ক্লাব ট্রান্সফার ফি পাবে।
আর এখনি না গেলে তাকে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে হবে। এই নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব ক্রমেই বেড়ে চলছে। ফরাসি তারকাও ক্লাবকে নতুন শর্ত দিয়েছেন। পিএসজি শর্ত মানলে তিনি এখনি ক্লাব ছাড়বেন। সেক্ষেত্রে তিনি ক্ষতি পূরণের দাবি করেছেন।
ক্লাবের দাবি মেনে এমবাপে এখনি দল ছাড়লে ক্ষতির মুখে পড়বেন তিনি। কারণ গত বছর দুই পক্ষের মধ্যে হওয়া চুক্তির শর্ত অনুযায়ী ১৫ কোটি ইউরো বেতন ও আনুগত্যের বোনাস (বেতন ৬ কোটি ইউরো ও বোনাস ৯কোটি ইউরো) পাবেন তিনি। কিন্তুু এখনি ক্লাব ছাড়লে এই অর্থ পাবেন না। ক্লাবকে তাই এমবাপে শর্ত দিয়েছেন, তিনি এখন ট্রান্সফার ফিতে ক্লাব ছাড়বেন, সেক্ষেত্রে এই অর্থ দিয়ে দিতে হবে।
রিয়াল মাদ্রিদ অবশ্য এমবাপের জন্য অপেক্ষা করছে। তিনি এখন গেলেও ক্লাবটি সানন্দে গ্রহণ করবে এবং ২০২৪ সালে গেলেও গ্রহণ করবে। এমবাপের ইচ্ছে ছিলো ২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে যাবেন এবং ট্রান্সফার বোনাস তিনি পাবেন।
কিন্তুু পিএসজি তাকে ফ্রি ট্রান্সফারে ছাড়তে চাইছে না। এখনি বিক্রি করে দিতে চাইছে। এ নিয়েই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই বেড়ে চলছে। স্বস্তিতে নেই কোনো পক্ষই। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে, সেটির অপেক্ষা সমর্থকেরা।
