
স্পেনের কাছে আবারও হেরেছে ক্রোয়েশিয়া
কিছুদিন আগেই উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হেরেছে ক্রোয়েশিয়া । সেই হারের যন্ত্রণা না মিটতেই স্পেনের কাছে আবারও হারলো ক্রোয়েশিয়া । এবারের হারটা এসেছে উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে ।
শনিবার (২৪ জুন) ‘বি’ গ্রুপের ম্যাচে স্পেন ১-০ গোলে হারিয়েছেন ক্রোয়েশিয়াকে । বুখারেস্টের র্যাপিড গুইলেস্টি স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন আবেল রুইজ । সাবেক বার্সেলোনার ফরোয়ার্ডের গোল শেষ পর্যন্ত ধরে রাখে লা রোজা ফুরিওরা । তাতেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়নরা । অনূর্ধ্ব-২১ ইউরোতে স্পেনের সমান পাঁচ শিরোপা আছে ইতালির ।
টানা দুই জয় নিয়ে স্পেন আর ইউক্রেইন ‘বি’ গ্রুপ থেকে উঠে গেছে নক আউট পর্বে । একই দিন গ্রুপের আরেক ম্যাচে স্বাগতিক রোমানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ইউক্রেইন ।
‘এ’ গ্রুপে পর্তুগাল আছে বেকায়দায় । অনূর্ধ্ব-২১ ইউরোতে পর্তুগাল কখনও শিরোপা পায় নি ।তিনবার খেলেছে ফাইনালে । ২০২১ সালের সর্বশেষ আসরেও পর্তুগাল ফাইনালে উঠে হেরেছে জার্মানির কাছে । চলতি আসরে পর্তুগাল প্রথম ম্যাচেই ০-৩ গোলে হেরেছে জর্জিয়ার কাছে । দ্বিতীয় ম্যাচে জর্জিয়া ২-২ গোলে ড্র করেছে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ।
আর পর্তুগাল দ্বিতীয় ম্যাচে শনিবার দেখেছে প্রথম পয়েন্টের মুখ । হল্যান্ডের সাথে তাদের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে অমিমাংসিতভাবে । শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ বেলজিয়াম । ম্যাচ জিততে না পারলে পর্তুগীজদের বিদায় নিশ্চিত
‘এ’ গ্রুপের দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে জর্জিয়া শীর্ষে । দুই পয়েন্ট পেয়েছে বেলজিয়াম । হল্যান্ডের ঝুলিতেও আছে দুই পয়েন্ট । আর পর্তুগাল এক পয়েন্ট নিয়ে রয়েছে শেষ ম্যাচের দারুণ কিছুর অপেক্ষায়।
