Google search engine

আগামি বিশ্বকাপ খেলবেন না। মেসি কেবল খেলতে চান কোপা আমেরিকা। কিন্তুু তার আগেই আর্জেন্টিনার জার্সি এক বছরের জন্য তুলে রাখতে চান বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি।

কোচ লিওনেল স্কালোনির কাছে ইতিমধ্যে এক বছরের জন্য ছুটি চেয়েছেন মেসি। স্কালোনি তাতে কিছুটা অবাক হয়েছেন। এই এক বছরের মধ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে। তাছাড়া বড় কোনো ইভেন্ট অবশ্য নেই।

কিন্তুু তিনি বিশ্বকাপ খেলবেন না, তার আগেই ক্যারিয়ারের সমাপ্তি টানবেন এমন পরিস্থিতিতে এক বছরের জন্য ছুটি চাওয়ায় কিছুটা অবাক হয়েছেন তার সমর্থকেরা। গোলডটকম জানিয়েছেন এমন খবর। অর্থাৎ ২০২৪ কোপা আমেরিকায় খেলবেন মেসি। তার আগে আগামি এক বছর জাতীয় দল থেকে দূরে থাকবেন।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর মেসির এই এক বছরের ছুটিকে ব্যাখা করেছে। তারা জানিয়েছে, মূলত আমেরিকায় মানিয়ে নিতেই তিনি এই সময়ের পুরোটা আমেরিকায় থাকতে চান। বার্সেলোনায় বেড়ে উঠা মেসি প্যারিসে গিয়ে পিএসজিতেও কাটিয়েছেন দুই বছর।

তবে এ মৌসুমেই পিএসজিকে বিদায় জানিয়েছেন। পাড়ি জমিয়েছেন মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। আগামি কয়েক বছর তাকে যুক্তরাষ্ট্রে থাকতে হবে। সেখানের পরিবেশের সঙ্গে নিজে এবং সন্তানদের মানিয়ে নেওয়া ছাড়াও ছেলে-মেয়েদের পড়ালেখার বিষয় আছে। তাই এই এক বছর আমেরিকাতেই নির্বিঘ্নে কাটাতে চান মেসি। সে কারণেই ছুটি চেয়েছেন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here