Google search engine

মা-বাবার সাথে ঈদ করতে মধ্যরাতে স্ব-পরিবারে সাকিব দেশে আসছেন।

বিপক্ষে শুরু হওয়া ক্যাম্পে ১৯ জুন দিনে অনুশীলন করে রাতেই কানাডার পথ ধরেছিলেন সাকিব। তিনি আবারো দেশে ফিরছেন, তবে এবার একা নন। তার সঙ্গে দেশে আসছেন স্ত্রী ও সন্তানেরা।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এবার ঈদুল আযহা পরিবারের সাথেই উদযাপন করবেন। মাগুরায় মা-বাবার সাথে ঈদ পালন করতে রাতেই স্ত্রী, সন্তানদের নিয়ে ঢাকায় আসবেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।

আঙুলের ইনজুরির জন্য আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি। তবে ঢাকায় ফিরে অনুশীলন করেন। মিরপুরে যখন মুশফিক-লিটনরা খেলছিলেন, সাকিব তখন অনুশীলন করছিলেন। টেস্ট সিরিজ শেষেও অনুশীলন করেন তিনি।

তবে ১৯ জুন দিনে অনুশীলন করে রাতেই সাকিব কানাডার বিমানে চড়েন। ভক্ত-সমর্থকদের ধারণা ছিলো তিনি দেশের বাইরেই ঈদ উদযাপন করবেন। কিন্তুু সাকিব ঈদের আগেই আসছেন দেশে। মা-বাবার সাথে ঈদ করবেন এবং এরপর ৫ জুলাই থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেনও।

সাকিবের দেশের আসার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর প্রটোকল কর্মকর্তা ওয়াসিম। তিনি সাংবাদিকদের জানান, সোমবার মধ্য রাতে স্ত্রী ও সন্তানসহ বিমানের ফ্লাইটে কানাডা থেকে দেশে ফিরবেন সাকিব। ঈদের আগে মাগুরা চলে যাবেন বাবা মার সাথে ঈদ করতে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here