
অবশেষে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। জার্মান তারকা ইল্কাই গুনদোয়ান নাম লেখালেন বার্সেলোনায়। সোমবার ম্যানচেস্টার সিটি ও বার্সা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে। অভিজ্ঞ এই মিডফিল্ডারের বাইআউট ক্লজ রাখা হয়েছে ৪০ কোটি ইউরো। চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবেন গুনদোয়ান।
সদ্য শেষ হওয়া মৌসুমে ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। সেই দলের অধিনায়ক ছিলেন গুনদোয়ান। ক্লাবটির হয়ে দীর্ঘ সাত মৌসুম মাঠ মাতিয়েছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগের ৫ শিরোপা, লিগ কাপের ৪ শিরোপাসহ ৭ মৌসুমে মোট ১৪টি ট্রফি জিতেছেন এই মাঝমাঠের তারকা।
ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে তিনশর বেশি ম্যাচ খেলেছেন গুনদোয়ান গোল করেছেন ৬০টি। এর আগে ২০১৬ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন দেন। এরপর থেকেই দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি। সবশেষ দুই মৌসুমে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। এবার তিনি ফ্রি এজেন্ট হিসেবে লা লিগার সফলতম ক্লাব- বার্সায়।
এদিকে বার্সা তাদের অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুস্কেটসকে আগামী মৌসুম থেকে পাচ্ছে না। গত মৌসুমেই বিদায় বলে দেন বার্সাকে। তাঁর শূন্যতা পূরণে গুনদোয়ানকে নিয়ে এলেন কোচ জাভি হার্নান্দেজ। সবশেষ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন হয় কাতালানরা। এছাড়া জেতে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় তারা। এরপর ব্যর্থ হয় ইউরোপা লিগেও।
