Google search engine

কাউন্সিলের সহযোগিতায় চলছে গ্লোবাল চেজ লিগ (জিসিএল)। বিশ্বের প্রথম দাবার ফ্রাঞ্চাইজি লিগে এসজি আলপিন ওয়ারিয়র্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল।

দুবাইয়ে দাবার মঞ্চে ভারতের ক্রিকেট তারকা চাহাল হাজির হয়েছিলেন। টুর্নামেন্ট দেখতে গিয়ে এই লেগ স্পিনার বলেন, ক্রিকেটে তাকে ভালো খেলতে সহযোগিতা করেছে দাবা।

যুজবেন্দ্র চাহাল বলেন, ‘আমার প্রথম ভারতীয় জার্সি এসেছিল দাবার মাধ্যমে। এই খেলা আমাকে ধৈর্য্য ধরতে শিখিয়েছে। এছাড়াও আমার ক্রিকেটে উন্নতিতেও দাবা ভূমিকা রেখেছে।’

ক্রিকেট খেলায় কীভাবে দাবা ভূমিকা রেখেছে, সেটা জানিয়ে চাহালের ভাষ্য, ‘আপনি বল করে উইকেট পেতে পারেন। তবে উইকেট পায়ার ধৈর্য্যটা থাকতে হবে। সেটাই আমাকে শিখিয়েছে দাবা।’

ক্রিকেটের সঙ্গে দাবার মিল আছে জানিয়ে চাহাল বলেন, ‘ক্রিকেট আর দাবা প্রায় একই। ক্রিকেটে আপনি সতীর্থদের পরামর্শ নিতে পারেন। তবে দাবায় সেটা পারবেন না। দাবা ঠান্ডা মাথার খেলা। এটা প্রমাণ করে। আপনি কতটুকু ঠান্ডা থাকতে পারছেন এর উপর। এখানে অবশ্যই শান্ত ও লক্ষ্য ঠিক রাখতে হবে।’

উল্লেখ্য, আগামী ২১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here