
অনিশ্চয়তা কাটিয়ে উয়েফা ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে পর্তুগাল । হারিয়েছে বেলজিয়ামকে । একই গ্রুপ থেকে সেরা দল হিসেবে শেষ আটে পা রেখেছে জর্জিয়া । বিদায় নিয়েছে হল্যান্ড আর বেলজিয়াম ।
মঙ্গলবার (২৭ জুন) ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পর্তুগাল ২-১ গোলে হারিয়ছে বেলজিয়ামকে । জর্জিয়া ১-১ গোলে ড্র করেছে হল্যান্ডের বিপক্ষে ।
জর্জিয়ার মিখেল মেস্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত পর্তুগাল আর বেলজিয়ামের ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয় নি । দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে হল্যান্ড লিগের পিএসভিতে খেলা ফরোয়ার্ড ইয়ের্ভে ভারটেসেনের গোলে লিড নেয় বেলজিয়াম ।
এক মিনিটের মধ্যেই পর্তুগালের হয়ে গোল পরিশোধ করেছেন বেনফিকার মিডফিল্ডার হোয়াও নেভেস । ম্যাচ ড্র হলেও পর্তুগাল বিপদে পড়তো । কিন্তু ৮৯ মিনিটে পেনাল্টি থেকে দলের ভাগ্য ফেরান থিয়াগো দান্তেস । তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় পর্তুগীজদের ।
‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পেয়েছে জর্জিয়া । চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পর্তুগাল । তিন পয়েন্ট পাওয়া হল্যান্ড আর দুই পয়েন্ট নিয়ে বেলজিয়াম বাদ পড়েছে আসর থেকে ।
