Google search engine

আগামী ২ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে জিম আফ্রো টি-টেন লিগের ড্রাফট। যদিও ড্রাফটের আগেই বেশ সবকটি দলই বেশ কয়েকজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।

সরাসরি চুক্তিতেই দল পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে জোবার্গ বাফালোস। একই দলে হয়ে খেলবেন ইউসুফ পাঠান, টম ব্যান্টন ও নূর আহমেদকে।

সরাসরি চুক্তিতে দল পাওয়া ক্রিকেটারদের তালিকাঃ

হারারে হ্যারিকেন্স- ইয়ন মরগান, এভিন লুইস, শাহনাওয়াজ দাহানী ও রবিন উথাপ্পা।

ক্যাপ টাউন সাম্প আর্মি- ভানুকা রাজাপাকশে, করিম জানাত, রহমানউল্লাহ গুরবাজ, মাহিশ থিকশানা।

ডারবান কালান্দার্স- আসিফ আলী, সিসান্দা মাগালা, জর্জ লিন্ডে, হজরতউল্লাহ জাজাই।

জোবার্গ বাফালোস- ইউসুফ পাঠান, মুশফিকুর রহিম, টম ব্যান্টন, নূর আহমেদ।

বুলাওয়ে ব্রেভস- সিকান্দার রাজা, অ্যাস্টন টার্নার, টাইমাল মিলস, বেন ম্যাকডারমট।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here