Google search engine

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের সূচি প্রকাশের পরই চূড়ান্ত হয়ে গেছে ভেন্যু। ভারতের ১০টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। এছাড়া আরও ২টি অতিরিক্ত শহরে হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে বিশ্বকাপের সাথে জড়িত থাকছে ১২টি শহর।

৪৬ দিনের বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মূল ১০টি স্টেডিয়ামে। ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে। বিশ্বকাপের মূল ম্যাচের শহর হলো, আহমেদাবাদ, মুম্বাই, কলকাতা, ধর্মশালা, হায়দ্রাবাদ, দিল্লী, চেন্নাই, লখনৌ, পুনে ও বেঙ্গালুরু। এর বাইরে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ হবে গুয়াহাটি এবং থিরুভনাথপুরে।

আগামী ২৯ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ শুরু হবে বিশ্বকাপের। যেখানে প্রথমদিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। আসামের গুয়াহাটি স্টেডিয়ামে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কোয়ালিফায়ার পেরিয়ে আসা দল-২। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ৪টি প্রস্তুতি ম্যাচ আয়োজন হবে। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটিও খেলবে এখানে। প্রতিপক্ষে ইংল্যান্ড। এই মাঠে প্রস্তুতি সারবে স্বাগতিক ভারতও। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

২৯ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচের পর ভারতের প্রখ্যাত মহাত্মা গান্ধীর জন্মদিনে (২ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তান দল কোয়ালিফায়ার ২’র মুখোমুখি হবে ৩ অক্টোবর। গুয়াহাটি ছাড়াও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ আয়োজন করবে থিরুভনাথপুর ও রাজস্থান। আসন্ন আসরের একমাত্র ভেন্যু রাজস্থান যেটি বিশ্বকাপের মূল ম্যাচেরও আয়োজক।

বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের মেঘালয়ের গুয়াহাটিতে প্রস্তুতি সেরে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা পাড়ি জমাবেন হিমাচল প্রদেশে। ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। অক্টোবরের ৫ তারিখ প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে তাদের লড়তে হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ভেন্যু ধর্মশালাই।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here