Google search engine

ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে রোববার (৩ জুলাই) ভোরে ঢাকা এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ভোর ৫টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শনিবার আমাস্টারডাম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেন এমি। ৩৮ ঘণ্টার বিমানযাত্রা শেষে তিনি ঢাকায় পৌঁছেছেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি এমিলিয়ানো চলে যান হোটেলে। সেখানে বিশ্রাম নেয়ার পর দুপুরে তিনি যাবেন ফান্ডেডনেক্সট-এর কার্যালয়ে, যাদের তত্ত্বাবধানে মার্টিনেজ আসছেন ঢাকায়।

সেখানে জাতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গোল্ডেন গ্লাভসজয়ী এই ফুটবলার।

এরপর বেলা ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন মার্টিনেজ।

সবশেষে বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা ছাড়বেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর এরই মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশে তার প্রায় ১১ ঘণ্টার সফর।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here