Google search engine

সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাব আল ইত্তিফাকের কোচ হলেন স্টিভেন জেরার্ড। এক বিবৃতিতে ইংলিশ কিংবদন্তির কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে আল ইত্তিফাক। তবে জেরার্ডের সাথে চুক্তি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি ক্লাবটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সোমবার জেরার্ডকে কোচ করার খবর জানায় আল ইত্তেফাক।

২০১৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দেন জেরার্ড। কোচ হিসেবে তার যাত্রা শুরু হয় ২০১৮ সালে, স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব নিয়ে। ৪৩ বছর বয়সী জেরার্ডের হাত ধরে ২০২০-২১ মৌসুমে ১০ বছরের মধ্যে নিজেদের প্রথম স্কটিশ প্রিমিয়ারশিপের শিরোপা জেতে রেঞ্জার্স। এরপর তিনি প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার দায়িত্ব নেন। তবে সেখানে সফল পান নি সাবেক লিভারপুল তারকা।

প্রিমিয়ার লিগে কোচ হিসেবে ৪০ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে জেরার্ড জিতেছেন ১৩টিতে, হেরেছেন ১৯ ম্যাচে। আর ড্র হয়েছে বাকি ৮ ম্যাচ। গত বছরের অক্টোবরে ইংলিশ ক্লাবটির কোচের দায়িত্ব হারান তিনি। এরপর থেকে লম্বা সময় বেকার থাকার পর এবার সৌদি আরবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাবেক এই তারকা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here