Google search engine

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত। মঙ্গলবার ফাইনালে কুয়েতের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র ছিল। পরে টাইব্রেকারে বাজিমাত করে সুনীল ছেত্রীরা। ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে স্বাগতিকরা। প্রতিযোগিতাটিতে নবমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট উঠল ভারতের মাথায়।

কান্তিরাভা স্টেডিয়ামে টাইব্রেকারে শিরোপা জেতাতে শেষ বেলায় নায়ক হয়ে ওঠেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং। টাইব্রেকারে ৪-৪ শেষে সাডেন ডেথে কুয়েতের প্রথম শটটা আটকে তিনি দলকে নিয়ে যান জয়ের বন্দরে। তার আগে টাইব্রেকারে ৫ শটে দুই দলই করেছে ৪টি করে গোল। কুয়েত প্রথম শটে গোল করতে পারেনি, ভারত পারেনি চতুর্থ শটে গোল করতে।

ফাইনালের ১৪ মিনিটে শাবিব আল খালিদির গোলে এগিয়ে যায় কুয়েত। গোল খেয়ে তেতে ওঠা ভারত ৩৮ মিনিটে সমতায় ফেরে। গোলটি করেন লালিয়ানজুয়ালা ছাঙতে। প্রথমার্ধের সমতায় শেষ হয় খেলা। দ্বিতীয়ার্ধে আরও গোলের আশা করা হলেও দুদল খেলেছে সাবধানী ফুটবল। নিজেদের রক্ষণ সামলেই আক্রমণে উঠেছে তারা। এরই মধ্যে সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি কোনো পক্ষই। ফলে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। একই ফল থাকে অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও। ফলে টাইব্রেকারে গড়ায় খেলা।

টাইব্রেকারে ভারতের পাঁচ শটের মধ‍্যে জালের দেখা পান ছেত্রী, সন্দেশ জিঙ্গান, ছাঙতে, শুভাশীষ বোস ও মনি সিং। মাঝে চতুর্থ শটে মিস করেন উদান্ত সিং। অন্যদিকে কুয়েতের মোহাম্মদ আব্দুল্লাহর প্রথম শট ক্রসবার কাঁপিয়ে ফেরে। পরে জালের দেখা পান ফাওয়াজ আল ওতাবি, আহমেদ আলদেফেরি, আব্দুল আজিজ মাহরান ও আল খালিদি। শেষদিকে খালেদ হাজিয়াহর শট ভারত গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালে জয়ের বাঁধহারা উৎসবে মেতে ওঠে ব্যাঙ্গালোরসহ গোটা ভারত।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here