Google search engine

শ্রীলঙ্কার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। রোববার ফাইনালে নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে দিয়ে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। দুটি দলই অবশ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপ বাছাইপর্বে জুড়ে যারা বল ও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন তাদের তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও জিম্বাবুয়ের শন উইলিয়ামস। দেখে নেওয়া যাক সেরাদের পূর্ণাঙ্গ তালিকা।

বোলিংয়ের সেরা দুইয়ে আছেন শ্রীলঙ্কার দুই বোলার হাসারাঙ্গা ও মাহিশ থিকশানা। টানা তিন ম্যাচে ৫ উইকেট শিকার করে ওয়াকার ইউনুসের রেকর্ড ছোঁয়া হাসারাঙ্গা মোট উইকেট নিয়েছেন ২২টি। যার গড় ১২.৯।

আর থিকশানা নিয়েছেন ২১টি উইকেট। গড় ১২.৩৩। অল্পের জন্য তিনি পেছনে ফেলতে পারেননি হাসারঙ্গাকে। থিসশানা গ্রুপপর্বের চেয়ে ভালো বোলিং করেছেন সুপার সিক্সে। বল হাতে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি করে উইকেট নেন। আর জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের বিপক্ষে নেন ৪টি উইকেট। তার ইকোনোমি রেট ৪.০২। যা বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে সেরা।

এছাড়া নেদারল্যান্ডসের বাস ডি লিডে ১৫টি, স্কটল্যান্ডের ক্রিস গ্রেভেস ১৪টি, জিম্বাবুয়ের রিচার্জ এনগ্রাভা ১৪টি ও ওমানের বিলাল খান ১৪টি উইকেট নেন।

এদিকে দুর্দান্ত ব্যাটিং করে সিরিজ সেরা হওয়া উইলিয়ামস ৭ ম্যাচে ১০০ গড়ে এবং ১৩৯.২১ স্ট্রাইক রেটে রান করেছেন ৬০০। সেঞ্চুরি করেছেন তিন-তিনটি। আর হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৭৪।

তার পরে আছেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা। ৮ ম্যাচ খেলে তিনি উইলিয়ামসের চেয়ে প্রায় ২০০ রান কম করেছেন। ৬৯.৫০ গড়ে, ৮৭.৭৮ স্ট্রাইক রেটে রান করেছেন ৪১৭টি। দুটি সেঞ্চুরি ও সমান সংখ্যক হাফ সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১০৪ রান।

এছাড়া শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে ৭ ম্যাচে ৩৬৯, স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলেন ৭ ম্যাচে ৩৬৪ ও উইন্ডিজের নিকোলাস পুরান ৭ ম্যাচে করেন ৩৫০ রান।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here