
আসন্ন এশিয়া কাপের ভেন্যু নিয়ে কম নাটক হয়নি। শেষ পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন নিয়ে জটিলতা কাটলেও এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু আর দিনক্ষণ। এর মধ্যেই পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি জানিয়েছেন, ভারত এশিয়া কাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে অনড় থাকলে আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারত যাবে না পাকিস্তান ক্রিকেট দল।
আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আগামী আসরে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের অনুমতি চেয়ে ইতোমধ্যে সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পিসিবি। দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক ছাড়পত্র চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
ওই চিঠির পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন পাকিস্তানে ক্রীড়ামন্ত্রী মাজারি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমার মন্ত্রণালয়ের অধীনে। ভারত যদি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলার জন্য অনড় থাকে, তাহলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিয়ে একই দাবি করবো আমরা।’
রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। তবে পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার একদিন পর এমন কথা বললেন মাজারি।
