
সিলেটে বাংলাদেশের ম্যাচ মানেই যেন কানায় কানায় পূর্ণ গ্যালারি। আরও একবার যার প্রমাণ পাওয়া যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ম্যাচটি ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বৃষ্টির শঙ্কা থাকলেও দর্শকের ঢল নেমেছে স্টেডিয়ামের গ্যালারিতে। ম্যাচ শুরুর আগে থেকেই নানা সাজে নানা বেশে লাক্কাতুড়া চা বাগান সংলগ্ন স্টেডিয়ামটিতে প্রবেশ করেন তারা। সময় যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে দর্শক উপস্থিতি।
শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৪ টার পর থেকে সিলেট নগরীর চৌহাট্টা, আম্বরখানা,হাউজিং এষ্টেট,বাদামবাগিচা,মজিমদারি,বড়বাজার,চৌকিদিঘী এলাকায় বিপুল সংখ্যক গাড়ি,মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন নিয়ে আটকা পড়েন খেলা দেখতে আসা সাধারণ দর্শকরা। রাস্তায় প্রচুর জ্যাম ঠেলে অবশেষে বেশিরভাগ দর্শকরা মাঠে প্রবেশ করেন খেলা শুরুর আগেই।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা থেকে খেলা দেখতে আসা আফসারুল আমীন ঢাকা পোস্টকে বলেন,আমি সকাল ১০ টায় বাড়ি থেকে রওয়ানা দিয়েছি। বিকাল সাড়ে তিনটায় সিলেটে এসে স্টেডিয়ামে চলে আসি। আজ চাই যে কোনো মূল্যে বাংলাদেশ জিতুক। যদি বাংলাদেশ জয়লাভ করে তবে আমার এতো দূরে খেলা দেখাটা স্বার্থক হবে।
মৌলভীবাজার জুড়ি এলাকার শাহীন আলী ঢাকা পোস্টকে বলেন,অনেক কষ্টে টিকিট ম্যানেজ করেছি ভাই। ওয়ানডেতে বাংলাদেশ হারাতে খুব কষ্ট পেয়েছি। শুধুমাত্র বাংলাদেশের জয় দেখবো বলে প্রায় ১০০ কিলোমিটার জার্নি করে সিলেট এসেছি।
খেলা শুরুর আগে সিলেটে হঠাৎ হঠাৎ বৃষ্টিতে সবার মনে শঙ্কা তৈরি হয়েছিল ম্যাচে বৃষ্টি বাগড়া দেবে কি না। কিন্তু খেলা শুরুর আগ মুহূর্তে আকাশের রৌদ্রোজ্জল চেহারায় অনেকেই স্বস্তি ফিরে পান।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সিয়াম বেশ উপভোগ করছেন বাংলাদেশের ম্যাচ। ঢাকা পোস্টের সাথে আলাপকালে তিনি জানান, বিকেল ৪ টার সময়ে মাঠে প্রবেশ করার সময়ে বৃষ্টিতে ভিজেছিলাম। তখন আকাশের অবস্থাও এতো ভালো ছিল না। যাইহোক শেষ মুহূর্তে সবকিছু ঠিকঠাক এ জন্য খেলা দেখে আনন্দ লাগছে। বাংলাদেশও খুব ভাল খেলছে।
