
দুই ম্যাচের টি২০ সিরিজে প্রথম টি২০ তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুইদল।শুরুটা নড়বড়ে হলেও দলকে আফগানিস্তানকে লড়াইয়ে রেখেছিলেন মোহাম্মদ নবি। মাঝে সঙ্গ পেয়েছেন নাজিবুল্লাহ জাদরান ও আজমতউল্লাহ ওমরজাইয়ের। শেষ দিকে ব্যাটে ঝড় তুলেছেন ৩৮ বছর বয়সী নবী। ওমরজাইও তাল মিলিয়ে গেছেন অপর প্রান্ত থেকে। তাতেই স্কোরবোর্ডে লড়াই করার রসদ পেয়ে গেছে রাশিদ খানের দল। শুরুর বিপর্যয় সামলে শেষ পর্যন্ত ৭ উইকেট খরচায় বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট ছুড়েছে সফরকারীরা।
সিলেটে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে এদিন টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বল করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার হজরতউল্লাহ জাজাইকে ফেরান নাসুম আহমেদ। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজকেও বাড়তে দেননি তাসকিন। তার স্লোয়ারে উড়িয়ে মারতে গিয়ে মেহেদী মিরাজের হাতে তালুবন্ধি হন তিনি। ১৬ রানে গুরবাজ ফেরার পর ইব্রাহিম জাদরানের উইকেট তুলে নেন শরিফুল।
করিম জানাতকে নিয়ে ধাক্কা কাটিয়ে উঠতে লড়াই চালাই মোহাম্মদ নবি। তবে জানাতকে বেশি সময় মাঠে টিকতে দেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অষ্টম ওভারে সাকিবকে মারতে গিয়ে নাজমুল শান্তর হাতে ধরা পরেন তিনি। এরপর নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে ইনিংস মেরামতের কাজ চালিয়ে যান নবি। ভয় ধরানোর আগেই জাদরানকে ২৩ রানে সাজঘরের পথ ধরান মেহেদী মিরাজ।
এরপর উইকেটে এসে নবীকে সঙ্গ দেয় ওমরজাই। শেষ দিকে ভয় ধরাচ্ছিলেন তিনিও। একের পর এক বাউন্ডারি ছাড়া করছিলেন বল। ১৯ তম ওভারে সাকিবকে মারতে গিয়ে ১৮ বলে ৪টি ছক্কায় ৩৩ রান করে আউট হন তিনি।
রশিদ খান ফিরলেই থেকে যান নবী। ৪০ বলে ৫৪ রানের সুবাদে বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দেয় তাড়া।
