Google search engine

বর্তমানে পুরুষদের টেনিসের শীর্ষ দুই খেলোয়াড় স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ এবং সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। চলমান ইউএস ওপেনের ফাইনালেও পৌঁছে গেলেন এই দুই তারকা।

শুক্রবার প্রথম সেমিফাইনালে ইতালিয়ান তরুণ ইয়ানিক সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে পরাজিত করেন জোকোভিচ। আর দ্বিতীয় সেমিফাইনালে র‌্যাংকিংয়ের তিনে থাকা দানিল মেদভেদেভকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে দেন আলকারাজ।

এদিন ২০ বছর বয়সী আলকারাজের সামনে কোনোরকম প্রতিরোধই গড়তে পারেননি অভিজ্ঞ মেদভেদেভ। যদিও তৃতীয় সেটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন এই রাশিয়ান তারকা।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো গ্রান্ড স্লামের ফাইনালে উঠলেন আলকারাজ। এর আগে, গত বছরের এই উইম্বলডনের ফাইনালে উঠে শিরোপা জিতেছিলেন তিনি। তৃতীয় স্প্যানিয়ার্ড হিসেবে উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে উঠলেন তিনি। এর আগে, এই কৃতিত্ব দেখান মানুয়েল সানতানা এবং রাফায়েল নাদাল।

গত মে-জুন মাসে হওয়া ফ্রেঞ্চ ওপেনেও মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ-আলকারাজ। সেমিফাইনালের সেই ম্যাচে আলকারাজকে হারানোর পর চ্যাম্পিয়নও হয়েছিলেন সার্বিয়ান তারকা জোকোভিচ। আগামী রোববার উইম্বলডনের ফাইনালে আবারও মুখোমুখি হবেন তারা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here