
ইমার্জিং এশিয়া কাপে জয়ের দেখা মিলেছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে পেরে না উঠলেও ওমান ‘এ’ দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বল হাতে অল্পতে আটকে দেয়ার পর ব্যাট হাতে টাইগাররা এনে দিয়েছে ৮ উইকেটের বড় জয়।
আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করা ওপেনার তানজিম তামিম এদিনো খেলেন ৬৮ রানের দারুণ ইনিংস। ৪৯ বলে ২ ছক্কা ও ১১ চারে সাজান এই ইনিংস। এছাড়া নাইম শেখ ৪৭ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টসে জিতে ওমানকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। টাইগারদের দারুণ বোলিংয়ে মাত্র ১২৬ রানে অলআউট হয় ওমান এ দল। বাংলাদেশের পক্ষে তানজিদ সাকিব মাত্র ১৮ রাব দিয়ে নেন ৪ উইকেট।
ওমানের দেয়া ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাঈম শেখ ও তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেট ও ২০১ বল হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় বাংলাদেশ।
