Google search engine

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়েছেন মালয়েশিয়ান পেসার সায়াজরুল ইদ্রাস। চীনের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাত উইকেট শিকার করেছেন এই পেসার ,আন্তর্জতিক ম্যাচে এর আগে কোন বোলার সাত উইকেট সংগ্রহ করতে পারেনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সেরা বোলিং ফিগারের বিশ্ব রেকর্ড তার নামের পাশে। মাত্র ৮ রান খরচায় তিনি পকেটে নেন ৭ উইকেট। সবক’টি উইকেটই তিনি নিয়েছেন ব্যাটারকে বোল্ড করে।

সায়াজারুল ইদ্রাসের সাত উইকেট নেওয়ার দিনে প্রতিপক্ষ চীন গুটিয়ে যায় মাত্র ২১ রানে। মালয়েশিয়া বেইউমাস ওভালে চীনের বিরুদ্ধে আট উইকেটের জয়ের রেকর্ড করেছে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার ‘বি’ এর উদ্বোধনী দিনে ইতিহাস তৈরি করেন মালয়েশিয়ার পেসার সায়াজরুল ইদ্রাস। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সাত উইকেট শিকারের রেকর্ড এখন তার দখলে।

মোট ১২ জন বোলার এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে ছয় উইকেট শিকার করেছিলেন – যার মধ্যে ভারতের দীপক চাহার এবং যুজবেন্দ্র চাহাল, অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাশটন অ্যাগার এবং শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস – কিন্তু ইদ্রাস পর্যন্ত কখনও সাত উইকেট শিকারের রেকর্ড হয়নি।

আশ্চর্যজনকভাবে তিনিই হয়ে গেলেন প্রথম কোনো বোলার, যার ঝুলিতে মাত্র ৮ রান খরচায় ৭ উইকেট। এবং সবক’টি উইকেটই তিনি শিকার করেছেন ব্যাটারের স্টাম্প উড়িয়ে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here