Google search engine

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার শহর মায়ামিতে লিওনেল মেসির একটি বাড়ি আছে। অনেক আগেই সেটা কিনেছিলেন তিনি। যা একদম সমুদ্র পাড়ের কাছেই। শহরে বাড়ি থাকার কারণেই তিনি নাকি মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বলে মনে করেন অনেকে।

তবে ফুটবলের এই মহাতারকা এখন আবার নতুন বাড়ি খুঁজে চলেছেন। কারণ যে বাড়িটা তিনি কিনেছেন, সেটা নাকি মনমতো নয়। মায়ামির পাম বিচ কাউন্টি এলাকার দিকে নতুন আরেকটি বাড়ি খুঁজছেন বলে জানা গেছে।

রিয়েল এস্টেট এজেন্ট সেনেদা আদজেম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সেনেদা বলেছেন, ‘ওয়েস্টার্ন ও ডেলরে বিচ উভয় জায়গায় মেসি বাড়ি খুঁজতে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন।’

তবে গোপনীয়তার কারণে তিনি এই বিষয়ে বিশদ বিবরণ দিতে পারেননি। তবে ধারণা দিয়েছেন পাম বিচের কাছাকাছি কোনো একটা বাড়ি মেসি কিনতে চলেছেন।

আর্জেন্টিনার ৩৬ বছরের সাধনার নায়ক লিওনেল মেসি পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে এবার পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। কদিন আগেই তিনি নাম লিখিয়েছেন মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। সেই ক্লাবের হয়ে ইতোমধ্যে দুটি ম্যাচও খেলে ফেলেছেন। দুটি ম্যাচেই দলকে জিতিয়েছেন। তিনিও পেয়েছেন গোলের দেখা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here