
কিশোর থেকে বাড়ির উঠোনে বন্ধু বান্ধবদের সাথে টেপ টেনিস খেলায় মাতেনি এমন খেলোয়াড় খুঁজে পাওয়া ও মরুভূমিতে পানি পাওয়ার মতো সাধ্য ব্যাপার।আর সেই খেলা এখন সিলেটের হেলিকপ্টার বাবলুর কাছে এখন জিবীকা নির্বাহ প্রধান উপকরণ।
হেলিকপ্টার বাবলু যিনি ছোট বেলায় স্বপ্ন দেখতেন সিলেটের তার এলাকার সাহেবদের মতো বাংলো বাড়ির করার মতো।বাবলুর স্বপ্ন পুরন করেছে টেপ টেনিস ক্রিকেট। সারা দেশ ও বিদেশি খেলে যিনি আয় করছে লাখ লাখ টাকা। টেপ টেনিস ক্রিকেট বদলে দিয়েছে তার জীবন।
কিন্তু তার স্বপ্ন পুরন করে দিয়েছে টেপ টেনিস। টেপ টেনিস খেলে সে প্রতি সিজনে আয় করছে ১৫ থেকে ২০ লক্ষ টাকা।
