
চীনের হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হতে চলা এশিয়ান গেমসের ফুটবলের ড্র হয়েছে। গ্রুপ-‘এ’তে থাকা বাংলাদেশের সঙ্গী হয়েছে ভারত, স্বাগতিক চীন ও মিয়ানমার। বৃহস্পতিবার হ্যাংজুতে হয়েছে গ্রুপিং।
গেমসের পর্দা ওঠার চারদিন আগে অর্থাৎ, ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ফুটবল। ছেলেদের ফুটবল ইভেন্টে অংশ নেবে ২৩ দল। ছয় গ্রুপের মধ্যে পাঁচটিতে চারটি করে দল রয়েছে। শুধুমাত্র ‘ডি’ গ্রুপে রয়েছে তিনটি দল।
গত ১৮ জুলাই এশিয়ান গেমসের ১৯তম আসরের জন্য দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২২ সদস্যের দলে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম, রবিউল ইসলামসহ বেশকিছু তারকা।
গেমসের জন্য বেশকিছু তারকা ফুটবলারকে দলে পাচ্ছে না বাংলাদেশ। গোলরক্ষক আনিসুর রহমান জিকো, অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন এবং ডিফেন্ডার তারিক কাজী। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ সংক্রান্ত জটিলতায় তাদের পাওয়ার সম্ভাবনা নেই বাফুফের।
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন।
রক্ষণ: ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, মোহাম্মদ আতিকুজ্জামান, রাজিব হোসেন, শাহীন আহমেদ।
মধ্যভাগ: আবু সাঈদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভূঁইয়া।
আক্রমণ: রবিউল হাসান, ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, আহমেদ পিয়ুশ নোভা, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল।
