
আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় আসার রেশ কাটতে না কাটতেই শোনা যাচ্ছে ডি-মারিয়াও না কি আসতে পারেন বাংলাদেশ দর্শনে।
ওপার বাংলার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত ভারত উপমহাদেশে এনেছিলেন মার্টিনেজকে, এবার তার হাত ধরেই আসছে ডি-মারিয়াও। শতদ্রুর হাত ধরে ভারত সফর করেছে ম্যারেডোনা, কাফুর মতো তারকা ফুটবলারও।
জানা গেছে, দুর্গাপূজার ষষ্ঠীর রাতে কলকাতায় পা রাখতে পারেন ডি – মারিয়া। কলকাতায় থাকবেন ২ দিন। তবে পঞ্চমীর দিনে না হলেও অষ্টমীর দিনে বাংলাদেশ সফর করবেন এই তারকা ফুটবলার।
মার্টিনেজকে না দেখতে পাওয়ার আক্ষেপ থাকলেও, ডি-মারিয়াকে দেখতে চায় বাংলাদেশী সমর্থকরা।
