
বিসিবির জরুরি বোর্ড সভায়ও চূড়ান্ত হল না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও এশিয়া কাপের স্কোয়াড। অথচ আজই ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু মিরপুরে সাড়ে চারটার দিকে প্রেস কনফারেন্সে এসে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, অধিনায়ক এখনো চূড়ান্ত হয়নি। অনেকে বিদেশে আছেন। আগে আসুক তারপর আলোচনা করে সিদ্ধান্ত নিব।
অধিনায়কের নাম আর এশিয়া কাপের স্কোয়াড কবে ঘোষণা হবে? এমন প্রশ্নের জবাবে জালালের জবাব, আগামী দুই তিন দিনের মধ্যে বাংলাদেশের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করা হবে। আর এশিয়া কাপের জন্য ২০-২২ জনের স্কোয়াড ঘোষণা করা হবে।
জানা গেছে, অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন- বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ওপেনার লিটন কুমার দাস ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
সাকিব বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন। তাকেই বিশ্বকাপে অধিনায়ক হিসেবে চায় বিসিবি কিন্তু সম্প্রতি সাকিব জানিয়েছেন, তিনি বিশ্বকাপে অধিনায়ক হতে আগ্রহী নন।
সাকিব যদি বিশ্বকাপে অধিনায়ক না হন, তাহলে লিটন কুমার দাস অথবা মেহেদি হাসান মিরাজকে অধিনায়কের দায়িত্ব দিতে পারে বিসিবি। মেহেদি হাসান মিরাজ এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন।
