
ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে আল শোরতার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আল নাসর। এরইসেঙ্গে আসরটিতে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিল সৌদি আরবের ক্লাবটি। এই ম্যাচে আল নাসর এক গোলের ব্যবধানে জিতলেও শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ছিল দলটির।
তবে রোনালদো-সাদিও মানেরা দারুণ খেললেও কখনো ভুলে আবার কখনো ভাগ্য বিড়ম্বনায় গোল পাওয়া হয়নি। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে রোনালদোর গোলেই জয় নিশ্চিত হয়। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা।১৯৮২ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে উঠল আল নাসর।
এর আগে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে খেলতে নামে। এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক আক্রমণে যায় আল নাসর। প্রথমার্ধের বেশির ভাগ সময়ই বল ছিল আল শোরতার ডি-বক্সের আশপাশে। মাঝেমধ্যে প্রতি-আক্রমণ থেকে দলটি সুযোগ তৈরির চেষ্টা করলেও আল নাসরের জমাট রক্ষণের ফাঁদ এড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না।
অন্যদিকে, শুরু থেকেই বল প্রতিপক্ষ ডি-বক্সের আশপাশে থাকলেও, সুযোগ তৈরিতে অবশ্য সুবিধা করতে পারছিলেন না রোনালদো-সাদিও মানেরা। এর মধ্যে ২২ মিনিটে তালিসকার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান শোরতা গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধেও অব্যাহত ছিল আল নাসরের দাপট। এই অর্ধেও শুরু থেকে রোনালদো-মানে জুটি চেষ্টা করে যাচ্ছিলেন শোরতার রক্ষণ ভাঙার কিন্তু কোনো কিছুতেই যেন কিছু হচ্ছিল না। অন্যদিকে শোরতা এ সময় চেষ্টা করছিল লং বল থেকে সুযোগ তৈরির। কয়েকবার আল নাসরের রক্ষণে হানাও দেয় তারা, কিন্তু গোলের জন্য তা যথেষ্ট ছিল না।
৭১ মিনিটে দারুণভাবে ডি-বক্সে ঢুকেও পোস্টের অনেক ওপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন মানে। একটু পর সেই মানে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সুযোগ আসে আল নাসরের সামনে। ভিএআরের সাহায্য নিয়েই পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন রোনালদো। শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল রোনালদোর সামনে। কিন্তু নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। পেনাল্টিতে পাওয়া গোলটিই আল নাসরকে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে তুলে দিয়েছে।
