Google search engine

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। দর্শক চাহিদার তুঙ্গে থাকা ভারত-পাকিস্তান ম্যাচের সূচি একদিন এগিয়ে আনা হয়েছে। বড় পরিবর্তন এসেছে বাংলাদেশের ম্যাচের সূচিতেও। টাইগারদের মোট তিনটি ম্যাচের সূচি বদলে গেছে।

১০ অক্টোবর ধর্মশালায় দিবা-রাত্রির ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও ইংল্যান্ডের। সেই ম্যাচটি এখন দিনের আলোয় অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটা শুরু হবে। ৭ অক্টোবর এই মাঠেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপের মিশন শুরু হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবর মাঠে নামবে সাকিব-লিটনরা। ১৪ অক্টোবর চেন্নাইয়ে ছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশের তৃতীয় ম্যাচ। ম্যাচটা একদিন এগিয়ে আনা হয়েছে। আগের সূচিতে ম্যাচটা দিনের ছিল। এখন হবে দিবা-রাত্রির।

সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিতান ও শ্রীলঙ্কার ম্যাচ ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে, তবে বদলাচ্ছে না ভেন্যু। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে ম্যাচটি। লখনৌতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটিও একদিন এগিয়ে ১২ অক্টোবর আয়োজন করা হবে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here