Google search engine

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে মেসির নাম লেখানোর পরে দৃশ্যপট টাই যেনো বদলে গেলো। মেজর সকার লিগের টেবিলের তলানিতে ক্লাবটি দাপট দেখাচ্ছে লিগ কাপে। কখনও দ্বিতীয় রাউন্ড পার করতে না পারা মিয়ামি লড়বে ফাইনালে। সেমিতে মেসি ও আলবার গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে হারিয়েছে ইন্টার মিয়ামি।

বুধবার লিগস কাপের সেমিফাইনালে স্বাগতিক ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়েছে মিয়ামি। তুলনামূলকভাবে এগিয়ে থাকা দলটির বিপক্ষে মিয়ামির হয়ে গোল করেছেন মেসি, জর্দি আলবা, জোসেফ মার্টিনেজ ও ডেভিড রুইজ। ফিলাডেলফিয়ার একমাত্র গোলটি করেছেন আলেজান্দ্রো বেদোয়া।

তালেন এনার্জি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় মিয়ামি। ৩ মিনিটে লিডও পায় দলটি। সার্জির বাড়ানো বল থেকে গোল আদায় করে নেন জোসেফ মার্টিনেজ। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মার্টিনেজের পাস থেকে আসা বলটিকে জালে পাঠান আর্জেন্টাইন মহাতারকা।

প্রথমার্ধের যোগকরা সময়ে তৃতীয় গোলটির দেখা পায় মিয়ামি। রবার্ট টেইলরের পাস থেকে গোল করেন জর্দি আলবা। যুক্তরাষ্ট্রে নাম লিখানোর পর এটিই আলবার প্রথম গোল। ৩-০ ব্যবধানে এগিয়ে থেতে বিরতিতে যায় জেরার্দো মার্টিনোর দল।

বিরতির পর দুইদল সমান তালে লড়তে থাকে। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৩ মিনিটে একটি গোল শোধ করে ফিলাডেলফিয়া। মিয়ামির জালে বল পাঠান আলেজান্দ্রো বেদোয়া। ৮৪ মিনিটে চতুর্থ গোলটির দেখা পায় মিয়ামি। ইয়াদলিনের পাস থেকে গোল আদায় করেন ডেভিড রুইজ। পরে আর কোনো গোল না হওয়ায় প্রথমাবারের মত লিগ কাপের ফাইনাল নিশ্চিতের উল্লাসে মাতে মিয়ামি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here