Google search engine

লিওনেল মেসির হাত ধরে ইন্টার মায়ামির চিত্র পালটে গেছে। টানা গোল করে অভিষেক আসরেই লিগস কাপের ফাইনালে মায়ামিকে ফাইনালে তুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

রোববার (২০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৭টায় লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই, টিকিট নিয়ে পড়ে গেছে কাড়াকাড়ি।

দর্শকদের প্রবল আগ্রহের কারণে টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ টাকার বেশি। এরপরও টিকিট পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম দামের টিকিট ছিল ৭৭ দশমিক ৫০ ডলারের। ন্যাশভিল বনাম ইন্টার মায়ামি ফাইনালের সবচেয়ে কম দামের টিকিট মিলছে ৪৮৪ দশমিক ৪৫ ডলারে। সবচেয়ে ভালো সিটগুলো বিক্রি হচ্ছে ১২ হাজার ৭৫ ডলারে!

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here