Google search engine

বড় খরচা করে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে দলে ভিড়িয়েছে আল হিলাল। সৌদি ক্লাবটি পিএসজি থেকে ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে কিনে নিয়েছে। জানা গেছে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার বছরে ১০০ মিলিয়ন ডলার বেতন পাবেন।

কেবল রেকর্ড বেতনই নয়, এর বাইরেও নেইমারকে রাজকীয় সুযোগ সুবিধা দিতে যাচ্ছে সৌদির ক্লাবটি। বেঞ্চওয়ার্মার্স নেইমারের আল হিলাল থেকে পাওয়া সুযোগ সুবিধার বিষয়গুলো উপস্থান করা হয়। সেই তালিকা দেখলে যেকারো চোখ কপালে উঠবে।

চলুন দেখে নিই ব্রাজিলিয়ান এই তারকাকে কি কি সুবিধাদি দিতে যাচ্ছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

১. সৗেদি আরবের থাকার জন্য নেইমারকে একটি ২৫ বেডরুমের বাড়ি দেয়া হবে।

২. যেখানে থাকবে ব্যক্তিগত সুইমিংপুল। যার আকৃতি ৪০*১০ মিটার!

৩. স্টিম বাথ তথা সাউনা থাকবে তিন-তিনটি।

৪. তার রাজকীয় প্রসাদ সব সময় যাতে ঝকঝকে-তকতকে থাকে সেজন্য থাকবে ৫ জন কর্মচারী।

৫. তাকে ব্যক্তিগত জেট সুবিধাও দিবে আল-হিলাল।

৬. সৌদি আরবের মধ্যে চলাচলের জন্য পাবেন ৯টি বিলাসবহুল গাড়ি। তার মধ্যে উল্লেখযোগ্য- বেন্টলে কন্টিনেন্টাল জিটি, এস্টন মার্টিন ডিভিএস ও ল্যাম্বরঘিনি হুরাকেন। তার সাথে থাকবে ২৪ ঘণ্টা ড্রাইভার।

৭. ছুটির সময়ে তিনি যেখানে ভ্রমণ করবেন, যা খাবেন সেটার সব খরচ বহন করবে আল হিলাল। শুধু কি তাই? কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে তিনি যা খরচ করবেন তার সব ব্যয়ও বহন করবে আল হিলাল।

এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবকে প্রমোট করে তিনি যদি কোনো পোস্ট দেন তাহলে প্রতি পোস্টের জন্য পাবেন ৪.৫ কোটি টাকা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here