Google search engine

এশিয়া কাপ খেলতে আগামী ২৬ আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। কলম্বোতে আগেভাগে পৌঁছালেও মূল টুর্নামেন্ট শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না বাংলাদেশ। এ ছাড়া ব্যস্ত সূচির কারণে বাড়তি কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজনের চিন্তাও নেই বিসিবির।

গতকাল বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘এখন পর্যন্ত যে পরিকল্পনা সেখানে এশিয়া কাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই। খুব কমপ্যাক্ট অনুশীলন সময়।’

পাশাপাশি বিশ্বকাপের আগেও বাড়তি কোনো প্রস্তুতি ম্যাচ নেই জানিয়ে বলেন, ‘বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে। তো খুবই ব্যস্ত সূচি, এজন্য আমাদের বাড়তি কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই।’

এদিকে গতকাল প্রকাশ করা হয় নিউজিল্যান্ড সিরিজের সূচি। টেস্ট সিরিজের তারিখ চূড়ান্ত হলেও ভেন্যুর নাম জানায়নি বিসিবি। বিষয়টি নিয়ে এখনই কোনো কথা বলতে চান না বিসিবির প্রধান নির্বাহী। বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের বাড়তি কোনো চাওয়া-পাওয়া নেই বলেও জানান।

এদিকে গতকাল রাতে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরেছেন দলের সঙ্গে থাকা মনোবিদ ফিল জোন্সি। বিসিবির প্রধান নির্বাহী জানান, নিয়মিতভাবেই এখন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করবেন জোন্সি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here