
শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলো, আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে নাম লেখালেন জামাল ভূঁইয়া।
শুক্রবার বাংলাদেশ সময় রাতে আনুষ্ঠানিকভাবে জামালকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। এই পরিচয় পর্বটি ফেসবুক লাইভে প্রকাশ করেছেন বাংলাদেশের অধিয়ানক নিজেই।
ফেসবুক লাইভের শুরুতেই দেখা যায় ক্লাবের ৬ নম্বর জার্সি হাতে দেখা যায় জামালকে। এ সময় তাঁর সামনে দুই পাশে ছিল সাজিয়ে রাখা বাংলাদেশের পতাকা।
ফেসবুক লাইভের শুরুতেই দেখা যায় ক্লাবের ৬ নম্বর জার্সি হাতে দেখা যায় জামালকে। এ সময় তাঁর সামনে দুই পাশে ছিল সাজিয়ে রাখা বাংলাদেশের পতাকা।
লাইভের শুরুতে উচ্চ স্বরে মিউজিক বাজতেও শোনা যায়। ভাষাগত জটিলতার কারণে অবশ্য সে সময় জামাল নিজের অনুভূতি প্রকাশের জন্য দোভাষীর সাহায্য নেন।
