Google search engine

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে প্রথমবার মাঠে নামবে ব্রাজিল। বাছাইপর্বের এই দলে চোট কাটিয়ে ফিরেছেন সদ্য আল হিলালে নাম লেখানো নেইমার। দলে আছেন সৌদি প্রো লিগের দল আল আহলিতে যোগ দেওয়া ইবানেজও।

৮ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর ৪ দিন পর প্রতিপক্ষ পেরু।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছিল, ২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। এর আগ পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন দিনিজ। ফ্লুমিন্সের এই কোচের এটাই হতে যাচ্ছে প্রথম পরীক্ষা।

জুন মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চোট-পরবর্তী পুনর্বাসনে থাকায় নেইমার দলে ছিলেন না। দলে ছিলেন না রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস আর আন্তোনিও। তবে বাছাইপর্বের দলে ফিরেছেন আন্তোনি। জেসুস ভুগছেন নতুন করে পাওয়া চোটে।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো ( আতলেতিকো)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি( মার্শেই), হেনরিখ (মোনাকো), গ্যাব্রিয়েল মাগালহিস( আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো (ফ্লুমিনেন্স)।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা( পালমেইরাস)

ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), আন্তোনি ( ম্যানচেষ্টার ইউনাইটেড), ম্যাথুস কুনহা( উলভারহ্যাম্পটন)

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here