Google search engine

আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না এবাদত হোসেনের। ঝুঁকি এড়াতেই তাকে এশিয়া কাপে পাঠাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঘরের মাঠে সবশেষ আফগানিস্তান সিরিজে হাঁটুর চোটে পড়েন এবাদত। সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলবে সাকিব আল হাসানের দল।

এদিকে প্রধান নির্বাচক নান্নু জানিয়েছেন, এবাদতের পরিবর্তে তানজিম হাসান সাকিব-সৈয়দ খালেদ আহমেদের মধ্যে যে কোনো একজনকে দলে নেওয়া হবে। এই বিষয়ে নান্নু বলেন, এবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল।’

জানা গেছে আগামীকালই এবাদতের বদলি ক্রিকেটার ঘোষণা করা হবে। বিসিবির প্রধান নির্বাচক এই ব্যাপারে আজ গণমাধ্যমকে বলেন, ‘আমরা দ্রুতই বদলি (এবাদতের) ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদ আহমেদের মধ্যে একজনকে আমরা বদলি হিসেবে এশিয়া কাপে পাঠাব।’

এদিকে এতোদিন থেকে এশিয়া কাপের দলের সঙ্গে অনুশীলন করছিলেন খালেদ। এ ছাড়া সাকিব ছিলেন এশিয়া কাপের স্ট্যান্ডবাই হিসেবে। এই দুই পেসারের মধ্যে খালেদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। সাকিব যুব বিশ্বকাপ জিতেছেন ২০২০ সালে। নিয়মিত পারফর্ম করছেন ঘরোয়া ক্রিকেটে। দুজনই সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন। এখন দুজনের কাকে নেয় সেটিই দেখার বিষয়।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here